reporterঅনলাইন ডেস্ক
  ২২ আগস্ট, ২০১৯

ইউল্যাবে সুবিধাবঞ্চিত শিশুদের কম্পিউটার শিক্ষা প্রদান

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে ধানমন্ডি ইউল্যাবের কম্পিউটার ল্যাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেসিক কম্পিউটার শিক্ষার আয়োজন করেছিল ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। ‘বেসিক কম্পিউটার লার্নিং ফর আন্ডারপ্রিভেইল চিলড্রেন’ শীর্ষক শিরোনামে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় অংশগ্রহণ করে রায়েরবাজার লাল-সবুজ স্কুলের শিক্ষার্থী এবং তাদের শিক্ষকবৃন্দ।

কর্মশালায় লাল-সবুজ স্কুলের শিশু শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হয়। এছাড়াও এমএসওয়ার্ড-এ টাইপ এবং পেইন্টিং শেখানো হয়। এ সময় ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি সকলের উদ্দেশে বলেন, ‘কম্পিউটার শিক্ষা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ হলেও সুবিধাবঞ্চিত শিশুদের সক্ষমতার বাইরে। আমরা যদি তাদের কম্পিউটারের কারিগরি শিক্ষা দিতে পারি, তবে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং চাকরির বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’ কর্মশালার সার্বিক তত্ত্বাবধান, আয়োজন এবং শিশুদের কম্পিউটার শেখানোর জন্য উপস্থিত ছিলেন ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close