ইবি প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৯

ইবিতে বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন

পরিবেশগত ভারসাম্য বজায় ও বিস্তর গবেষণার লক্ষ্যে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) তৈরি করা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বিশ^বিদ্যালয়ের লেক অঞ্চলের প্রায় ছয় বিঘা জমিতে তৈরি হচ্ছে এই গার্ডেন। ৩ জুলাই শনিবার বেলা ১টার দিকে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ক্যাম্পাসের লেকের পাশে চারা গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। এ সময় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, বোনাটিক্যাল গার্ডেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান, শাপলা ফোরমের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয় প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ^বিদ্যালয় লেকের পাশেই প্রায় ৬ বিঘা জমির ওপর প্রত্যাশিত এই গার্ডেনে শতাধিক প্রকারের গাছ থাকবে। এর মধ্যে সতেরো প্রজাতির ফুল গাছ, তের প্রজাতির ঔষধি ও চার প্রজাতির কাঠ গাছ থাকবে। এ ছাড়া শোভাবর্ধনের জন্যও থাকবে প্রায় ২৩ প্রজাতির গাছ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘পরিবেশে জীববৈচিত্র্য আনয়ন ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই গার্ডেন তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের আওতায় থাকা তিনটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এখানে গবেষণার সুযোগ পাবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close