reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৯

বাকৃবি কর্মকর্তাদের এক দিনের বেতন বন্যার্তদের জন্য

ময়মনসিংহের খোদাবক্সপুর এলাকার প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিবার। ২৭ জুলাই শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অন্তর্গত খোদাবক্সপুর এলাকার বন্যার্তদের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান ত্রাণ বিতরণ করেন।

প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ লিটার তেল, হাফ কেজি মুড়ি, ১০ প্যাকেট স্যালাইন ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের জমাকৃত টাকার একাংশ দিয়ে ওই ত্রাণ কর্মসূচি পালন করা হয় এবং উদ্বৃত্ত অংশ দিয়ে আগামী সপ্তাহে জামালপুরের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে জানা যায়। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এম. এ সালাম, ত্রাণ কর্মসূচির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, ও ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুন নূর খোকাসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-কমকর্তা, কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনাধান-১১ ও ব্রিধান ৭১-এর চারা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করব। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close