reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৯

হাবিপ্রবিতে কৃষি সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির আয়োজনে কৃষি সাংবাদিকতার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলমসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ‘দেশ সব দিকেই এগিয়ে যাচ্ছে। তবে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন দেশের জনসংখ্যা সাড়ে সাত কোটি ছিল তখন আমাদের বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হতো। অথচ বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি তার পরও খাদ্য ঘাটতি নেই, বরং বাংলাদেশ এখন খাদ্যশস্য রফতানি করছে। আগে যেখানে ধানের উৎপাদন হতো প্রতি হেক্টরে এক থেকে দেড় টন, এখন সেখানে উৎপাদন হয় সাত থেকে আট টন। মাছের উৎপাদন, পোলট্রিশিল্পসহ কৃষির সব সেক্টরে দ্রুত উন্নয়ন হচ্ছে। এই বিষয়গুলো সঠিক ও নির্ভুলভাবে তুলে ধরতে কৃষি সাংবাদিকতার বিকল্প নেই।’ এ ধরনের একটি কর্মশালা আয়োজনের জন্য তিনি হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান। কর্মশালায় সাংবাদিক সমিতি নিয়ে পরিচিতিমূলক বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক মিরাজুল আল মিশকাত, স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফারুক হাসান। সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মান্নানের সমাপনি বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের পাশাপাশি কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকগণসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close