reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৯

বাকৃবিতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক কর্মসূচি

দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের বেগম রোকেয়া হলে সচেতনতামূলক কর্মসূচি এবং আলোচনা সভা ৩১ জুলাই বুধবার অনুষ্ঠিত হয়েছে। হলের প্রভোস্টের আয়োজনে ওই সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে হলে পানি জমে থাকে এমন জায়গা ভরাট এবং হলের চারপাশে থাকা ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়। এরপর আলোচনা সভায় হলে থাকা শিক্ষার্থীদের সচেতনতামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো ছোলায়মান আলী ফকির, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার রহমান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা। আলোচনা সভার সভাপতিত্ব করেন হলের প্রাভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক এবং সঞ্চালনা করেন হাউস টিউটর সহকারী অধ্যাপক ড. এফ এম জামিল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close