reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৯

সারিয়াকান্দি উপজেলায় হাবিপ্রবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

বগুড়ার বন্যাকবলিত সারিয়াকান্দি উপজেলায় ত্রাণ বিতরণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৭ জুলাই শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ত্রাণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের এই আয়োজনে উপস্থিত ছিলেন স্যোসাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. এটিএম রেজাউল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বর্ণ গ্রুপের চেয়্যারম্যান আল হামরা লুইজা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আল মামুন এবং বীজন দে আনাথসহ সাধারণ শিক্ষার্থীরা। ত্রাণ বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে স্যোসাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক এটিএম রেজাউল হক বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য সামনে রেখে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে বন্যাদুর্গতের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।’ এ সময় তিনি এ রকম জনহিতকর কাজে সবাই এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি দুর্গতদের সহায়তায় যেসব শিক্ষার্থী কাজ করছেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close