reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৯

ঢাবি পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ২২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৩১ জুলাই বুধবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ইনস্টিটিউটের অনারারি অধ্যাপক ড. সাগরময় বড়–য়া। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নাজমা শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাচীনকাল থেকেই এই ভারতবর্ষে খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞানচর্চার সুনাম রয়েছে এবং এখনো অব্যাহত রয়েছে। পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধির কারণে বর্তমানে মানুষের জীবনযাপনের ধরন বদলে গেছে। খাদ্য ও পুষ্টিবিষয়ক গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা করে এ দেশের খাদ্যের পুষ্টিমান আরো বৃদ্ধির জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close