reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০১৯

রুয়েটে শিল্প বিপ্লব ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সেমিনার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘চতুর্থ শিল্প বিপ্লব ও ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর এর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং আইইবির কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। প্রাবন্ধিক তার প্রবন্ধে প্রযুক্তি ব্যবহারের নানাবিধ সতর্কতা এবং ক্ষতির বিষয়ের প্রতি আলোকপাত করেন। একইসাথে কিভাবে নিরাপদ প্রযুক্তি ব্যবহার করা যায় সে বিষয়েও পরামর্শ প্রদান করা হয় মূল প্রবন্ধে। অন্যান্য বক্তারা ডিজিটাল ক্ষেত্রে বর্তমান সরকারের নানান অবদান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close