reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুলাই, ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সরকারি ক্ষেত্রে অর্থ ব্যবস্থাপনা শীর্ষক

সেমিনার। ১৯ জুলাই শুক্রবার সকালে প্রশাসন ভবনের সভাকক্ষে দুই দিনব্যাপী সেমিনারটি হয়। উদ্বোধনী অনুষ্ঠান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ।

এসময় তিনি বলেন, ‘সময় এসেছে পরিবর্তনের। উন্নয়ন টেকসই করতে হলে আমাদেরকে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তাহা। দুই দিনব্যাপী সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনর অর্থ ও হিসাব বিভাগের পরিচালক রেজাউল করিম হাওলাদার। সেমিনারটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান। দুই দিনব্যাপী এ সেমিনারে বিভিন্ন অফিস ও বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close