reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০১৯

নকলা মহিলা কলেজে শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা

শেরপুরের নকলা পৌর শহরের চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজ। গতানুগতিকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি এত দিন হাজিরা খাতায় লেখা হতো। এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপের মাধ্যমে উপস্থিতি গ্রহণ করা হবে এই কলেজে। এতে শিক্ষার্থীদের কলেজে প্রবেশের তথ্য তাৎক্ষণিকভাবে চলে যাবে অভিভাবকদের মুঠোফোনে।

১ জুলাই সোমবার কলেজ মিলনায়তনে বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, কলেজ অধ্যক্ষ মো. আব্দুল খালেক, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ হযরত আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অভিভাবক ও শিক্ষকরা জানিয়েছেন, ডিজিটাল পদ্ধতিতে বায়োমেট্রিক হাজিরার ফলে অভিভাবকদের দুশ্চিন্তাও কমে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনিক ও সারা বছরের গড় উপস্থিতিও জানা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close