reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০১৯

ইবিতে মানবাধিকার আইন বিষয়ক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সমসাময়িক বিশ্বে মানবাধিকার আইনের চ্যালেঞ্জসমূহ’ নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাকক্ষে আইসিআরসির সঙ্গে যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইন অনুষদের ডিন অধ্যাপক রেবা মন্ডলের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক রেহেনা পারভীনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবিএম

আবু নোমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিআরসির বাংলাদেশের প্রতিনিধি আবদু লতিফ বাকের ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বর্তমান বিশ্বে মানবাধিকার আইনের সার্বিক অবস্থা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা

তৈরির লক্ষ্যে সেমিনারটি আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close