reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৯

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে চিত্রপ্রদর্শনী

সন্তান লালনে লৈঙ্গিক সমতা বিষয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় তিন দিনব্যাপী এক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত চলা এ প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশের সুইডেন দূতাবাস এবং সুইডিশ ইনস্টিটিউট অ্যালামনি নেটওয়ার্ক ফর বাংলাদেশ।

২৫ জুন মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত শারলটা স্লাইটার এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তারা বাংলাদেশ ও সুইডেনের সমাজে কীভাবে লৈঙ্গিক অসমতা দূর হচ্ছে সে বিয়য়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুইডিশ ইনস্টিটিউট অ্যালামনাই নেটওয়ার্ক ফর বাংলাদেশের চেয়ারপারসন মোস্তফা নিজামুল আজিজ।

সুইডেনের বিখ্যাত ফটোগ্রাফার জোহান বাভমানের ২৫টি ছবির সঙ্গে বাংলাদেশের ২২টি ছবি নিয়ে সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবাস্থ শিরোনামের এ ছবিগুলোতে পিতারাও কীভাবে সন্তানদের লালন-পালন করছেন; তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close