reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুলাই, ২০১৯

ডিজিটাল শিক্ষা পাবে ২০৩ স্কুলের শিক্ষার্থীরা

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া এবং সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। ৬ জুলাই শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলপ্রধানদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। ১০ বছর আগের শিক্ষাব্যবস্থা কেমন ছিল, আর এখন কতটা উন্নত হয়েছে! সরকার এখন গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে। আর তাই প্রাথমিক স্তর থেকেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বছরের প্রথম দিন বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। আজ প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিনামূল্যে দেওয়া হচ্ছে। এ ছাড়াও নানান শিক্ষা উপকরণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। যার ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান আপনারা অবশ্যই করবেন। দেশ ও জাতির সঠিক ইতিহাস শিশুদের কাছে তুলে ধরতে হবে। যাতে তারা সঠিক জ্ঞান অর্জন করতে পারে। সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিক (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ। উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার ২০৩ স্কুলে ২৩৬টি মাল্টিমিডিয়া, ৩০৭টি সাউন্ড সিস্টেম দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close