reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুলাই, ২০১৯

জাককানইবি প্রেস ক্লাবের প্রকাশনা ‘কলম’-এর মোড়ক উন্মোচন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রথম প্রকাশনা ‘কলম’-এর মোড়ক উন্মোচন হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে। ৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। প্রকাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও নজরুল বিশেষজ্ঞ প্রফেসর ড. রফিকুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সৌমিত্র শেখর, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোনালিসা দাস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন, জাককানইবি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদিক তিতলি দাসসহ আরো অনেকে। অতিথিরা জাককানইবি প্রেস ক্লাবের প্রকাশনাটির প্রশংসা করেন। ভবিষ্যতেও যেন প্রকাশনাটি প্রকাশিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

‘কলম’ এ স্থান পেয়েছে ২১টি লেখা। যেখানে প্রবন্ধ/গল্প ১৫টি ও কবিতা ও ছড়া ৬টি। প্রকাশনায় লিখেছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। প্রচ্ছদ করেছেন চারুকলা বিভাগের প্রভাষক রাশেদুর রহমান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলম-এর প্রথম প্রকাশনা উৎসর্গ করা হয়েছে। প্রকাশনাটি বিশ্ববিদ্যালয়ের চলমান নজরুল বইমেলার ২১নং বিশ্ববিদ্যালয় পরিবার স্টলে পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close