এ আর রাশেদ, ইবি

  ২৬ জুন, ২০১৯

দ্রুত ফলাফল তৈরি ও প্রকাশে ইবিতে রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার উদ্বোধন

অনলাইনের মাধ্যমে দ্রুত ফলাফল তৈরি ও প্রকাশের লক্ষ্যে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অগ্রগতি ও সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন এ সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে। ১৮ জুন মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে নতুন এ সফটওয়্যারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হরুন উর রশিদ আসকারী। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, নতুন এ সফটওয়্যারটি মোট তিন ধাপে কাজ সম্পাদন করবে। প্রথমত. এর মাধ্যমে বিশ^বিদ্যালয়ের একাডেমিক শাখা নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সব তথ্য প্রশাসনকে প্রদান করবে। এতে বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় সব তথ্য এখানে সংরক্ষিত থাকবে। দ্বিতীয় ধাপে, বিভাগের পরীক্ষা কমিটি কর্তৃক শিক্ষার্থীদের পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য এখানে দেওয়া থাকবে এবং তৃতীয় ধাপে, বিভাগের শিক্ষকরা পরীক্ষা শেষ করার পর বিষয়ভিত্তিক কোর্সের নম্বর রোল অনুযায়ী সফটওয়্যারে প্রদান করবে। এরপর চূড়ান্তভাবে নম্বর প্রদানের পর পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ফলাফল প্রকাশ করবে।

বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজেদের রোল নম্বর দিয়ে তাদের ফলাফল সহজে দেখতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের মোবাইল নম্বর এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা থাকলে এসএমএসের (খুদেবার্তা) মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়া কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাজে অগ্রগতি ও শিক্ষার্থীদের কথা চিন্তা করে এটি করা হয়েছে। এর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সফল করার অংশ হিসাবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্র ডিজিটালাইজেশন করতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close