reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০১৯

শাবির বার্ষিক প্রতিবেদনের তিন সংখ্যার মোড়ক উন্মোচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় (২০১৪-১৫ শিক্ষাবর্ষ), চতুর্থ (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) ও পঞ্চম (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

১৮ জুন মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে প্রতিবেদনগুলোর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মোড়ক উন্মোচনকালে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক প্রতিফলিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এ ছাড়া প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিরাজমান সমস্যা ও দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়। বছরভিত্তিক এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল রাখতে পারব। এদিকে আগামী বছর থেকে প্রতিবেদন প্রকাশে আর কোনো বিড়ম্বনা থাকবে না বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি বলেন, ‘প্রতিবেদন প্রকাশে যে জট তৈরি হয়েছে তা তাড়াতাড়ি কেটে যাবে। আগামীতে প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকা-, খেলাধূলা, বিভাগীয় সাফল্য, সম্মেলন, সিম্পোজিয়াম-সেমিনার উল্লেখ থাকবে। মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ও ওয়েবসাইটে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত সব বিষয় হালনাগাদ করার প্রতি পরামর্শ দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে দুটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে এবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হলো। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close