reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৯

শেখ রাসেল স্মৃতি বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

পড়ালেখায় অসাধারণ সাফল্যের জন্য ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষার্থী ‘শহীদ শেখ রাসেল স্মৃতি বৃত্তি’ লাভ করেছে। সম্প্রতি স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিসেস সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউলেসা)-এর সভাপতি নাঈম আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মিসেস সেলিনা আক্তার স্বাগত বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণিতে পড়াকালীন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে নিহত হন। তিনি অত্যন্ত বিনয়ী ও প্রাণবন্ত ছিলেন। তিনি সর্বদা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে চলতেন এবং সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখতেন। শেখ রাসেলের আদর্শ অনুসরণ করে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো নাফিসা আক্তার তুলি, আরাফাত ভূঁইয়া, মো. সিয়াম ইসলাম, সানজান সাহা এবং মো. ফিহাজ আলম।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close