reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০১৯

উত্তরা ইউনিভার্সিটিতে ট্রেইনিং অন রিসার্স প্রপোজাল রাইটিং অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্স অ্যান্ড ট্রেইনিংয়ের উদ্যোগে ১৫ ও ১৬ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল রাইটিং ইফেকটিভ রিসার্স প্রপোজাল অ্যান্ড অ্যানালাইসিস প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অব রিসার্স রেজাল্ট-২০১৯। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এই ট্রেইনিংয়ের মূল উদ্দেশ্য হলো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরো বেশি বেশি সমৃদ্ধি অর্জন করা এবং ইউনিভার্সিটি গুণগতমান নিশ্চিত করা এবং সকল গাইডলাইন অনুসরণ করে শিক্ষার মান উন্নত করা। ওয়ার্কশপের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা ও সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. দেবী নারায়ণ পাল, পরিচালক, সিআরটি, উত্তরা ইউনিভার্সিটি। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close