reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০১৯

সুবিধাবঞ্চিত শিশুদের আশার আলো ‘দুর্বার স্কুল’

তারুণ্যের কাছে সমাজের যে প্রত্যাশা তা পূরণে তরুণরা বিমুখ হয়ে যায়নি তারই একটি উদাহরণ কুমিল্লার ‘দুর্বার ফাউন্ডেশন’-এর এই স্কুল। সামাজিক উন্নয়নমূলক এই সংগঠনটির তত্ত্বাবধানে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পথশিশুদের শেখানো হচ্ছে জাতীয় সংগীত, শপথ, বর্ণমালা, নাচ, গান।

স্বেচ্ছাসেবী তরুণদের দুর্বার স্কুলের দুটি শাখা আছে। একটি লাকসামে আরেকটি কুমিল্লায়। দুই রেলস্টেশনেই তারা পথশিশুদের এই শিক্ষা কার্যক্রম চালিয়ে থাকে। দুর্বার ফাউন্ডেশন উদ্যমের গল্প জানালেন সংগঠনটির সদস্য ইব্রাহীম হোসেন। তিনি বলেন, ‘আমরা দেখি রেলস্টেশনে অনেক শিশুরাই ভিক্ষা করছে, মাদকে আসক্ত হয়ে পড়ছে কিংবা চুরি-ছিনতাইয়ে জড়াচ্ছে। তারা যেন এসব থেকে দূরে থাকে, অপরাধের বিস্তৃতি যেন তাদের মাধ্যমে না ঘটে এবং তারা যেন মূলধারায় যুক্ত হতে পারে, সেজন্যই আমাদের এই উদ্যোগ। কোনো প্রাপ্তির চিন্তা নয়, শুধু সমাজটাকে আর ওদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্যই আমরা এখানে আসি।’ দুর্বার স্কুলের শিক্ষক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকের ছাত্র বেলাল হোসাইন এখানে নিয়মিত আসেন। ছাত্রছাত্রীদের লিখতে-পড়তে শেখান সমাজের জন্য কিছু করার তাগিদ থেকে। তার ভাষায়, ‘এই শিশুরা মানুষের যে মৌলিক চাহিদা, সেগুলোই ঠিকমতো পায় না। আমরা চাই তাদের সেই সুবিধাগুলো দিতে। আমরা তাদের খাবার দেই, উৎসবে বস্ত্র দেই, মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করি। তারা সঠিক শিক্ষা পেলে আর অপরাধে জড়াবে না।’ কুমিল্লার এই দুর্বার স্কুলে স্বেচ্ছাসেবীর সংখ্যা প্রায় ৫০ জন। সবাই তাদের অবসরে সময় দেন এই অবহেলিত শিশুদের। আরিফ চৌধুরীর প্রতিষ্ঠা করা এই সংগঠনটি ২০১৭ সালে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছিল জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close