reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০১৯

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যতে সামনে রেখে ধানসহ সব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিধারণ, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

১৬ মে বৃহস্পতিবারবিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন কলেজ গেটে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। ধানের প্রতি মণে ১৫০ থেকে ২০০ টাকা করে লোকসান হচ্ছে। এমনটা চলতে থাকলে কৃষকরা যদি ধান চাষে অনাগ্রহী হয় বা ধানচাষ বন্ধ করে দেয় তাহলে দেশে খাবারের সংকটে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এ সময় তারা ধানসহ সব কৃষিপণ্যের খরচ অনুযায়ী ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে আনা, ক্ষতিগ্রস্ত কৃষকের সরাসরি

ক্ষতিপূরণ দেওয়া, কৃষিতে ভর্তুকি বাড়নো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান করার দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের

শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close