reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০১৯

খুলনায় বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে উমেশ চন্দ্র পাবালিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় উমেশ চন্দ্র পাবালিক লাইব্রেরি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব আনিস মাহমুদ বলেন, জ্ঞান আহরণের জন্য বইপড়ার কোনো বিকল্প নেই। শৈশব থেকেই বইপড়ার আগ্রহী করে তুলতে হবে। বই হলো মানুষের সবচেয়ে বড় সাথী, বই বন্ধু হিসেবে কাজ করে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সব শিক্ষার্থীকে লাইব্রেরিমুখী করতে হবে। এই প্রজন্মের শিক্ষার্থীরা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি শিক্ষার্থীদের বেশি করে বইপড়ায় উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইকবাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিরসহ সভাপতি প্রফেসর মাজহারুল হান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় মহানগরীর ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকালে একই স্থানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহামুদ বইপড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close