reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৯

ডিআইইউতে বিশ্বমানের ‘এসিডি এমবিএ’ চালু

এশিয়ার প্রভাবশালী সংগঠন ‘এশিয়া কো-অপারেটিভ ডায়ালগ (এসিডি)’-এর সদস্যভুক্ত ৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘এসিডি এমবিএ’ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ১

মে বুধবার কাতারের রাজধানী দোহায় এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহামেদ বিন আব্দুল রহমান আল থানি উপস্থিত ছিলেন। এ সময় তিনি ১৬তম এসিডি মন্ত্রিপরিষদ বৈঠকের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভুসোগুলু, ভারতের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী জেনারেল বিজয় কুমার সিং, মালয়েশিয়ার পরাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আবদুল্লাহ, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আহমেদ, মহাপরিচালক নাহিদ সুমন এবং এসিডিভুক্ত ৩৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিডির মহাসচিব বানডিৎ লিমসচুন। উচ্চপর্যায়ের এই বৈঠকে এশিয়ার দেশগুলোর শীর্ষনেতারা অংশ নেন এবং বৈশ্বিক শিল্পদূষণ, জনসংখ্যা সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

চুক্তি অনুযায়ী এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসিডি এমবিএ চালু হবে। শিক্ষার্থীরা কিছু কোর্স সম্পন্ন করার পর এসিডিভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট স্থানান্তর করতে পারবেন এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করা ক্রেডিটসমূহ উক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে গৃহীত হবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো শিক্ষার্থী যদি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে ২০টি ক্রেডিট সম্পন্ন করেন তবে তিনি বাকি ক্রেডিটগুলো মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন, কোরিয়া ইত্যাদি এসিডিভুক্ত দেশের বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করতে পারবেন।

এই এসিডি এমবিএতে বৈশ্বিক নেটওয়ার্ক, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও শিক্ষা গুরুত্ব পাবে, যা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিম-লে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এসিডি এমবিএ-এর কোর্সগুলো বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষকরা পড়াবেন। এমনকি এসিডিভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা অতিথি অধ্যাপক হিসেবে ক্লাস নেবেন।

এসিডি এমবিএর সহযোগী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়ার এশিয়া ই-ইউনিভার্সিটি, ভারতের আরআইএমটি ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব সুরাবায়া, দক্ষিণ কোরিয়ার ইউহা উইমেন ইউনিভার্সিটি, কম্বোডিয়ার বিল্ড ব্রাইট ইউনিভার্সিটি, রাশিয়ার তোমসক পলিটেকনিক ্ইউনিভার্সিটি, থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটি, ভারতের ট্রান্স ডিসিপ্লিনারি ইউনিভার্সিটি, ফিলিপাইনের সেইন্ট ম্যারি ইউনিভার্সিটি, ইরানের আল্লামেহ তাবাতাবা ইউনিভার্সিটি এবং ফিলিপাইনের আওয়ার লেডি অব ফাতিমা ইউনিভার্সিটি।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close