reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০১৯

ঢাবিতে ‘গ্লিম্পসেস অব ফটোগ্রাফি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘গ্লিম্পসেস অব ফটোগ্রাফি’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী ২৪ এপ্রিল বুধবার উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি ২৭ এপ্রিল পর্যন্ত চলে। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, এবং বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। প্রদর্শনীতে অংশ নেন বর্ষীয়ান আলোকচিত্রী মাহবুবুজ্জামান, কাজী রওনাক হোসেন এবং রাশিদ জামান। ১৯৫৩ থেকে ২০১৯ পর্যন্ত এই তিনজন আলোকচিত্রীর তোলা ৬০টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close