reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০১৯

বাউয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপস বিষয়ক কোর্স চালু

নাটোরের কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) সিএসই বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘মোবাইল গেমস্ অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার কর্নেল (অব.) মোহাম্মদ হামিদুল হক ।

প্রধান অতিথি বলেন, ‘এই কোর্সের মাধ্যমে মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের পড়ালেখার পাশাপাশি মোবাইল গেইমস এবং বিভিন্ন অ্যাপস তৈরির বিভিন্ন কলাকৌশল হাতে কলমে শিখতে পারবে।’

বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক মো. আলমাস আলম এই কোর্সটি পরিচালনা করবেন। এই শর্ট কোর্সটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ জন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close