reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মে, ২০১৯

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশসহ ২৫টি দেশের ৩৫০ জনেরও অধিক গবেষকের অংশগ্রহণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) যৌথ আয়োজনে ২৫ থেকে ২৭ এপ্রিল ‘তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা’ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৫ এপ্রিল বিকেলে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য ড. ফকরুল আলম। সভাপতিত্ব করেন বিপিএটিসির রেক্টর ড. এম আসলাম আলম।

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন ড. দিলারা বেগম। এবারের সম্মেলনে ১৫০টির ও বেশি মৌলিক প্রবন্ধ উপস্থাপন ও এগুলো নিয়ে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close