reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০১৯

রাবিতে ‘ডিএনএ’ সম্মেলন শুরু ২ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘ন্যাশনাল কনফারেন্স অন ডিএনএ অ্যান্ড জিনোম রিসার্চ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড হেলথ’ শীর্ষক জাতীয় ডিএনএ সম্মেলন শুরু হবে আগামী ২ মে। বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ ও রাবি সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে ডিএনএ সম্মেলন আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল হক মোল্লা। সংবাদ সম্মেলনের অধ্যাপক নুরুল হক মোল্লা জানান, অনুষ্ঠানের প্রথম দিন ২ মে সকাল ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম ও টিএমএসএসর প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বানু। তিনি আরও জানান, অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, ড. সৈয়দ সালেহিন কাদরী ও হাসিনা খান উপস্থিত থাকবেন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের ২৩ জন গবেষক এবং বিজ্ঞানী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা নবীন গবেষকদের উপস্থাপিত পোস্টারের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা সেরা গবেষকদের পুরস্কার দেওয়া। আগামী ৩ মে সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি এএইচএম খুরশীদ আলম, অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, আশরাফুল আলম বিজয় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close