reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৯

ইবিতে অর্থনীতিবিষয়ক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৮ এপ্রিল সোমবার হয়ে গেল ‘নেতৃত্বের উন্নয়ন ও আধুনিক যুগের অর্থনৈতিক অন্তর্ভুক্তি’ শীর্ষক সেমিনার। এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশে জন্মালেই দেশ আপন হয় না। দেশকে ভালোবাসতে হয়। এটাই আমার শক্তি। প্রকৃতি থেকে শিখতে হবে। পরার্থপর হলেই অর্থনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে। অর্থনীতি বিভাগের আয়োজনে তিনি আরো বলেন, শিক্ষিত জনগোষ্ঠীই দেশের ভাগ্য বদলে দেবে। তাই শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ করা উচিত সরকাররে। এখন জিডিপির ২-৩ শতাংশ বিনিয়োগ করা হচ্ছে অথচ বঙ্গবন্ধু তখনই বলে গেছেন জিডিপির কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। সেমিনারে স্বাগত বক্তব্য দেন অর্থনীতি বিভাগের জেষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদ। সেমিনারে বিভাগের শিক্ষক মিথিলা ফারজানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যাপক দেবাশীষ শর্মা। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বেলা তিনটায় উন্নয়ন অধ্যয়ন বিভাগ কৃর্তক আয়োজিত আরেকটি সেমিনারে বক্তব্য দেন ড. আতিউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close