reporterঅনলাইন ডেস্ক
  ১৮ এপ্রিল, ২০১৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হলো বাংলা নববর্ষ। ১৪ এপ্রিল রোববার সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। উপাচার্যের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ ভাস্কর্য থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন রাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয় ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মুখোশ, প্যাঁচা, পালকি, পুতুল, ঘোড়া, দোয়েল, ইত্যাদি ছাড়াও ঢাক-ঢোল মঙ্গল শোভাযাত্রার আকর্ষণকে বাড়িয়ে দেয়। এসময় নতুন বাংলা সনকে স্বাগত জানাতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত ছিল। মঙ্গল শোভাযাত্রা শেষে উপাচার্য ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদী হাসান ও এ কে এম মাসুদুল মান্নান এর তত্ত্বাবধানে এবং ইংরেজি বিভাগের সাহিত্য আড্ডার আয়োজনে ‘বৈশাখী বাতায়ন’ শিরোনামে একটি দেয়ালিকার উদ্বোধন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close