reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০১৯

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নারী দিবস উদযাপন

নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় উদযাপন করল আন্তর্জাতিক নারী দিবস। ৮ মার্চ বিশ্বব্যাপী এ দিনটি উদযাপিত হয়, তার এক দিন আগেই ৭ মার্চ বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে নারী দিবস উপলক্ষে র‌্যালি, চলচিত্র প্রদর্শন ও বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

‘থিঙ্ক ইকুয়াল, বিল্ট স্মার্ট, ইনোভেট ফর চেঞ্জ’ থিমের ওপরে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, বিশিষ্ট সংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ আলোচনা সভায় স্বাগত ব্যক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

বক্তারা, পরিবার থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের সম-অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অধিকার আদায়ে সোচ্চার থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close