ক্যাম্পাস প্রতিবেদক

  ১৯ মার্চ, ২০১৯

বিসিআই কলেজে মতবিনিময় সভা

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে

প্রফেসর বদিউল আলম (ববি)

রাজধানীর উত্তরায় অবস্থিত বিসিআই কলেজে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ শুক্রবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন কলেজটির শিক্ষাবিষয়ক উপদেষ্টা প্রফেসর বদিউল আলম (ববি)।

এ সময় বদিউল আলম ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রকার দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন ‘শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলে চলবে না এ ক্ষেত্রে অভিভাবকদেরও সজাগ প্রহরীর দায়িত্ব পালন করতে হবে।’ তিনি আরো বলেন, বিসিআই কলেজ শুরু থেকে শিক্ষাসহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম জামান আসাদের সভাপতিত্বে অভিভাবক ও শিক্ষর্থীরা তাদের বিভিন্ন জিজ্ঞাসা উপস্থাপন করেন এবং প্রধান আলোচক সন্তোষজনকভাবে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ফারুক মিয়া, সুশান্ত চন্দ্র ভৌমিক ও মো. শাকির হোসাইন। মতবিনিময় সভার আরো বক্তব্য দেন দৈনিক মানব কন্ঠের সিটি এডিটর এস এম শওকত হোসেন, মাওলানা শিব্বির আহমেদ, অ্যাডভোকেট মাওফুজা শিল্পী, প্রফেসর রোকেয়া খানম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close