reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০১৯

ডিএসসিইর গবেষণা গ্রন্থের প্রকাশনা উৎসব

ঢাকা স্কুল অব ইকোনমিকসের (ডিএসিইর) পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে উদ্যোক্তা অর্থনীতির রিসার্চ মনোগ্রাফের প্রকাশনা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুটি গবেষণামূলক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। রিসার্চ মনোগ্রাফটি সম্পাদনা করেছেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএমএফের চেয়ারম্যান ও ডিএসিইর পরিচালক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি মোহাম্মদ হাতেম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ারা আজম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। প্রফেসর ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কর্মমুখী ও সৃজনশীল শিক্ষা এবং বেকারত্ব ঘোচানোর লক্ষ্যে করা হয়েছে।’ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, ‘দেশের বেকারত্বকে ঘোচাতে হলে তরুণদের উদ্যোক্তামুখী শিক্ষার আলোয় আলোকিত হরতে হবে। বর্তমান সরকার উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।’ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) দেশের উচ্চশিক্ষার গুণগত মান চালুর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে অবদান রাখতে চায়। এ জন্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেসব বিভাগ বা কোর্স চালু হয়নিÑ এমন সব বিষয় পড়ানো হচ্ছে। কর্ম উদ্যোগী মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরি করতে নতুন নতুন পাঠ্যক্রম চালু করেছে। চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে উন্নয়ন অর্থনীতি এবং উদ্যোক্তা অর্থনীতি চালু করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close