reporterঅনলাইন ডেস্ক
  ১২ মার্চ, ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে ২০১৭ সালে ‘কলেজ পারফরম্যান্স র‌্যাংকিং’-এ জাতীয় পর্যায়ে রাজশাহী কলেজ সেরা হয়েছে। এ নিয়ে রাজশাহী কলেজ তৃতীয়বার সেরা কলেজ হওয়ার গৌরব অর্জন করল। এ ছাড়া জাতীয় পর্যায়ে লালমাটিয়া মহিলা কলেজ সেরা মহিলা কলেজ, ঢাকা কমার্স কলেজ সেরা বেসরকারি কলেজ হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিয়িংয়ে র‌্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করেনে।

তিনি জানান, বিভিন্ন ক্যাটাগরিভুক্ত সেরা নির্বাচিত ৭৬টি কলেজকে ২ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

জাতীয় পর্যায়ে প্রথম পাঁচটি সেরা কলেজের অন্য কলেজগুলো হলোÑ বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ও রংপুরের কারমাইকেল কলেজ।

ঢাকা অঞ্চলের সেরা ১০টি কলেজ হলোÑ ঢাকা কমার্স কলেজ, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, ঢাকার তেজগাঁও কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ, ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।

চট্টগ্রাম অঞ্চলের সেরা ১০টি কলেজ হলোÑ কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজ, ফেনী সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, চট্টগ্রামের হাটহাজারী কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ।

রাজশাহী অঞ্চলের সেরা ১০টি কলেজ হলোÑ রাজশাহী কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, রাজশাহীর ভবানীগঞ্জ কলেজ, বগুড়ার সৈয়দ আহমদ কলেজ, সিরাজগঞ্জের হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, রাজশাহীর দাওকান্দি কলেজ, রাজশাহী কোর্ট কলেজ ও নাটোরের এন এস সরকারি কলেজ।

খুলনা অঞ্চলের সেরা ১০টি কলেজ হলোÑ খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, যশোরের সরকারি এম এম কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ, আলমডাঙ্গার এম এস জোহা ডিগ্রি কলেজ, সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, খুলনার খানজাহান আলী আদর্শ কলেজ ও যশোর সরকারি মহিলা কলেজ।

বরিশাল অঞ্চলের সেরা চারটি কলেজ হলোÑ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও ভোলা সরকারি কলেজ।

সিলেট অঞ্চলের সেরা সাতটি কলেজ হলোÑ এম সি কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সিলেটের সরকারি মহিলা কলেজ, সিলেট, মদনমোহন কলেজ ও মৌলভীবাজারের সরকারি শ্রীমঙ্গল কলেজ।

রংপুর অঞ্চলের সেরা ১০ কলেজ হলোÑ কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ, লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ, হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ, রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ ও দিনাজপুরের কে বি এম কলেজ।

ময়মনসিংহ অঞ্চলের সেরা সাত কলেজÑ সরকারি আনন্দমোহন কলেজ, জাহানারা লতিফ মহিলা কলেজ, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, জামালপুরের ইসলামপুর কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, ময়মনসিংহের শহীদ স্মৃতি সরকারি কলেজ ও কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ।

প্রাক-মডেল কলেজের তালিকাভুক্ত পাঁচটি কলেজ হলোÑ ঢাকা কমার্স কলেজ, সিদ্ধেশ্বরী গালর্স কলেজ, লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর কলেজ ও কিশোরগঞ্জের রফিকুল ইসলাম ওমেনস্ কলেজ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close