reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

জাককানইবিতে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিদ্যাদেবীর পূজা

আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উদযাপিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পূজামন্ডপের পাশাপাশি বিভিন্ন বিভাগও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার আয়োজন করে। ১০ ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চ চত্বরে সকাল ১০টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পূজা অর্চনা আরম্ভ হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রতিমায় পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান করেন। পরে প্রসাদ বিতরণ ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পূজা উদযাপনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদীয় ডিন, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ড. তুষার কান্তি সাহা ও সদস্য সচিব কল্যাণাংশু নাহাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী। উপস্থিত অতিথিরা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি নাট্যকলা, সংগীত, চারুকলা, ইংরেজি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং ছেলেদের অগ্নিবীণা হল থেকে পৃথকভাবে প্রতিমা তৈরির মধ্য দিয়ে পূজা উদযাপন করা হয়। এ ছাড়াও ‘গাহি সাম্যের গান’ মঞ্চে সন্ধ্যা ৬টা থেকে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close