reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত দুজন মেধাবী শিক্ষার্থী বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ‘সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি’ লাভ করেছেন। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তরা হলেনÑ মো. তানভীর হাবিব ও রাফিত মাহবুব আহমদ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ উজ জামান এবং অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সৈয়দ ইমতিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছিলেন। তার জীবনে লক্ষণীয় কর্মচঞ্চলতা ও গতিশীলতা ছিল। বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে উপাচার্য আশা প্রকাশ করে বলেন, তোমরাও সব সময় সততা ও নৈতিক মূল্যবোধ নিয়ে কর্মচঞ্চল ও গতিশীল জীবনযাপন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close