reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

বাউবিতে পিঠা মেলা উৎসব

আবহমান বাংলার লোক সংস্কৃতির বিকাশে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনভর পিঠামেলা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপাচার্য ড. এম এ মাননান পিঠা মেলা উদ্ভোধন করে বলেন, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা ও শিল্পবোধের শেকড় হচ্ছে পিঠা মেলা ও লোকজ উৎসব। উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অনানুষ্ঠানিক শিক্ষার অংশ হিসাবে এ ধরণের পিঠা মেলা আয়োজনের গুরুত্ব রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল, ১১টি প্রশাসনিক বিভাগ ও বিভিন্ন দফতর পিঠা মেলায় স্টল নিয়ে ৪৩ ধরণের পিঠা পুলী প্রদর্শণ করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ, ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার প্রদান পর্বে মেলার স্টলে অংশগ্রহণকারী সবকে উপাচার্য পুরস্কৃত করেন। দিনশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close