reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

শাবির শিক্ষক ও কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমা চুক্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক এবং কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শাবির একাডেমিক কাউন্সিলর সভাকক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এ স্বাস্থ্যবীমা চুক্তি

স্বাক্ষরিত হয়।

স্বাস্থ্যবীমা চুক্তিপত্রে শাবির পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জালালুল আজিম স্বাক্ষর করেন।

এ সময় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দফতর প্রধানগণ, কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সবার জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই চুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে থাকবে। প্রাথমিক পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এ বীমার আওতায় এলেও অতিদ্রুত সময়ের মধ্যে সব ছাত্রছাত্রী এবং কর্মচারীদের বীমা সেবার আওতায় নিয়ে আসা হবে।’

এই স্বাস্থ্যবীমা চুক্তির ফলে শাবির শিক্ষক ও কর্মকর্তা স্বাস্থ্যবীমার আওতাভুক্ত হবেন। সারা দেশে ১০০টির অধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যবীমার আওতায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা স্বাস্থ্যসেবা উপভোগ করবেন এবং চুক্তি অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে বার্ষিক সর্বোচ্চ ৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদার করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close