reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

শাবিতে আন্তর্জাতিক ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী সমাজকর্ম বিভাগে ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, ‘কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সমাজকর্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সমাজকর্ম পেশাকে এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে এ পেশার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। দেশে ক্রমাগত উন্নয়নের সঙ্গে সঙ্গে যেসব সামাজিক সমস্যা উদ্ভব হচ্ছে, সেগুলো সুন্দরভাবে মোকাবিলা ও ব্যবস্থাপনা করার জন্য পেশাদার সমাজকর্মের ভূমিকা প্রয়োজন। তাই আমাদর দেশও এ পেশা অচিরেই স্বীকৃতি লাভ করবে বলে আমার বিশ্বাস।’ বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সামাজিক বিজ্ঞান অনুষদর ডিন অধ্যাপক ড. মো. আবদুল গনি, জগনাথ বিশ্ববিদ্যালয়র সমাজকর্ম বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আসাম বিশ্ববিদ্যালয়র সমাজকর্ম বিভাগর অধ্যাপক ড. শুভব্রত দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য। কর্মশালায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন কলেজের সমাজকর্মের শিক্ষক এবং সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close