reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

শাবিতে অর্থনৈতিক উন্নয়নবিষয়ক জাতীয় সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘অর্থনৈতিক ন্যায়বিচার ও নৈতিকতার দৃষ্টিকোণে বাংলাদেশের উন্নয়ন’ বিষয়ক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, ‘অর্থনীতির ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ মানুষের মূল্য বাড়িয়ে দেয়। ব্যক্তি সমাজের অংশ এবং সমাজ দেশের অংশ। এখন অর্থনীতির নৈতিক ভিত্তিগুলো সচল রাখার মাধ্যমে কীভাবে সমাজ তার মূল্যকে উন্নত করতে পারে নৈতিক অর্থনীতি আমাদের সে শিক্ষাই দেয়।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close