reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

গণ বিশ্ববিদ্যালয়ে বক্তারা

দেশে অসংক্রামক ব্যাধি বৃদ্ধি পাচ্ছে

নানা কারণে বিশ্বের ন্যায় বাংলাদেশেও অসংক্রামক ব্যাধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এ অসংক্রামক ব্যাধি থেকে মুক্ত হতে, সুস্থ সবল জাতি গঠনে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি অগ্রণী ভূমিকা পালন করছে। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. বখতিয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাসিমা ইয়াসমিন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ফিরোজ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মামুনসহ সিনিয়র ফিজিওথেরাপিস্টরা। বক্তারা বলেন, চিকিৎসা জগতে এমবিবিএস চিকিৎসকদের মতোই ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একসময় এ পেশায় নিয়োজিতরা নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারত না। কিন্তু আইনি সহায়তায় তারা এখন চিকিৎসক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ পাস হওয়ায় ফিজিওথেরাপিস্টদের পেশাগত নিবন্ধন সম্ভব হবে এবং এ পেশায় নিয়োজিতরা তাদের প্রাপ্য সম্মান পাবেন। জনগণের স্বার্থে সরকারের পদক্ষেপ আর সবার সচেতনতা ও চেষ্টায় ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষা এ দেশে প্রসার লাভ করবে বলেও প্রত্যাশা করেন তারা। ক্যাম্পাস, কোর্স কারিকুলাম, ব্যবহারিক শিক্ষা ও শিক্ষকদের দক্ষতার দিক বিবেচনা করলে বাংলাাদেশে যে কয়টি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি কোর্স পড়ানো হয়, তার মধ্যে গণ বিশ্ববিদ্যালয় অন্যতম বলে প্রশংসা করেন অ্যাসোসিয়েশনের নেতারা। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও পুরনোদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close