reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৯

স্কলারশিপ নিয়ে ভারত যাচ্ছেন এনইউবির তিন শিক্ষার্থী

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভারত সরকারের ১০০ শতাংশ স্কলারশিপ নিয়ে ভারতের DKTE Society’s Textile and Engineering Institute -তে যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটির ৩ শিক্ষার্থী। এ উপলক্ষে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায় জানাতে নর্দান ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ূন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close