reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০১৯

বেরোবিতে ‘সমাজবিজ্ঞান জার্নাল’-এর মোড়ক উন্মোচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘সমাজবিজ্ঞান জার্নাল’-এর ইংরেজি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৪ জানুয়ারি সোমবার বিকেলে রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জার্নালটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মনজুর হাসান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. নজরুল ইসলাম, সাইবার সেন্টারের পরিচালক মুহা. শামসুজ্জামান আইডি কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. রশিদুল ইসলাম, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কুন্তলা চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফাসহ বেশ কয়েকটি বিভাগে যোগদানকৃত নতুন শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close