reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০১৯

কুবি উপাচার্য দৃষ্টান্ত স্থাপন করলেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ১৩ জন অফিসারকে শূন্যপদে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। পূর্বে শূন্যপদ থাকলে বাইরে থেকে ফ্রেশ প্রার্থী নিয়োগ দেওয়া হতো। এতে কর্মকর্তাদের মাঝে অসন্তোষ বিরাজ করত এবং প্রশাসনিক কাজে গতিশীলতা কমে যেত। উপাচার্য বৈষম্যমূলক এধারা পরিবর্তন করে সর্বশেষ ৭১তম সিন্ডিকেট সভার মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা থেকে সেকশন অফিসার পদে আপগ্রেডেশনপ্রাপ্ত ১৩ জন কর্মকর্তাকে শূন্যপদে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করেন। শূন্যপদে নিয়োগ দেওয়ার প্রথা চালু করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদসহ শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close