reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৯

চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৫ ফেব্রুয়ারি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন (আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু) আগামী ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরস্থ বাস্কেটবল গ্রাউন্ডে সকালে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। গত ১৪ জানুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে সব ছাত্রছাত্রীকে যথাসময়ে উপস্থিতি থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close