reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০১৯

১০ হাজার শীতার্তের মাঝে ডিআইইউয়ের পোশাক বিতরণ

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর ও পঞ্চগড় জেলার প্রত্যন্ত অঞ্চলে এবং ১১ জানুয়ারি শুক্রবার ঢাকার কামরাঙ্গীরচরে বস্তিবাসী অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কাপড় বিতরণ করা হয়।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস), চেঞ্জ টুগেদার ক্লাব ও ডিএসএর ৩৫ জন স্বেচ্ছাসেবী এসব কাপড় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। কামরাঙ্গীরচরের কর্মসূচিটি আয়োজন করেছিল নির্মেঘ ফাউন্ডেশন।

ডিআইএসএস, চেঞ্জ টুগেদার ক্লাব ও ডিএসএর স্বেচ্ছাসেবী দল দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে ৭ হাজার এবং পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করেছে। অপরদিকে ঢাকার কামরাঙ্গীরচরে নির্মেঘ ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ১ হাজার মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়মিতভাবে সারা বছর ধরে সিএসআর (সামাজিক করপোরেট দায়বদ্ধতা) কর্মসূচি পরিচালনা করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close