reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৯

ইউল্যাবে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় ‘১৯৭১ ইতিহাস ক্লাব’

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ‘১৯৭১ ইতিহাস ক্লাব’ নামে শিক্ষার্থীদের একটি নতুন ক্লাবের কার্যক্রম শুরু করেছে। ইতিহাসবিদ অধ্যাপক আফসান চৈধুরী ক্লাবটির পরোক্ষ উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। শিক্ষার্থীদেরকে ১৯৭১ এর ইতিহাস জানানো এবং তাদের মধ্যে মুক্তিযুদ্ধের মূল্যবোধচর্চার একটি সজীব পরিবেশ গড়ে তোলাই ক্লাবটির মূল উদ্দেশ্য।

৬ জানুয়ারি রবিবার ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টা ৩৫ মিনিটে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ইমরান রহমান ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি একই সঙ্গে ইউল্যাবের একটি নতুন গবেষণা কেন্দ্র স্থাপনেরও ঘোষণা দেন যার নাম হবে ‘সেন্টার ফর লিবারেশন ওয়ার অ্যান্ড জেনোসাইড স্টাডিজ।’ উদ্বোধন ঘোষণার পর ক্লাবের পরোক্ষ উপদেষ্টা অধ্যাপক আফসান চৌধুরী এবং জাতীয় অধ্যাপক ও ইউলাবের ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। অধ্যাপক আফসান চৌধুরী তার বক্তব্যে ইউল্যাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন যে, এই উদ্যোগটি মুক্তিযুদ্ধের প্রান্তিক জনগোষ্ঠীর ইতিহাস অধ্যয়নে অত্যন্ত জরুরি অবদান রাখবে। অধ্যাপক রফিকুল ইসলাম দিনটিকে ইউল্যাবের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন এবং ক্লাবের সদস্যদের প্রতি সর্বোচ্চ সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানান যাতে কোনওভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত না হয়। বক্তব্য সেশনের পর ‘১৯৭১: ওয়ারিয়রস ফ্রম দ্য ভিলেজ’ এবং ‘অচ্ছুৎ’ নামে দুটি ডকুমেন্টারি দেখানো হয়। তারপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে অন্যান্য আলোচকদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ পত্রিকার সম্পাদক আহসান হাবিব। অধ্যাপক আফসান চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনায় আলোচক হিসেবে এছাড়া অংশগ্রহণ করেন মেহেদী হক, ফৌজিয়া আফরোজ, জাকির হোসেন তমাল এবং আফতাব হোসাইন। অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণের মাধ্য দিয়ে দুপুর দেড়টায় অনুষ্ঠানটি শেষ হয়। এদিন ‘মুক্তিযুদ্ধ ও নারী’ শিরোনামে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় যা আগামী এক সপ্তাহ চলবে। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close