reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০১৯

বাউয়েট-কাদিরাবাদে নয়া ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে গত ২৪ ডিসেম্বর সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।

তিনি বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহর স্থলাভিষিক্ত হলেন। মোস্তফা কামাল ১৯৯২ সালে বিআইটি, রাজশাহী (বর্তমানে রুয়েট) হতে ১ম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এমএসসি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমবিএ (এইচআরএম) ডিগ্রি অর্জন করেন। তিনি এখানে যোগদানের পূর্বে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও আইপিই বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিনগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানরা ও কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close