reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০১৯

ইউল্যাবে বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর দুই দিনব্যাপী বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হয়েছে। ইউল্যাবের ছাত্রছাত্রীদের তোলা ছবি নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রদর্শিত ছবির মধ্য থেকে বিচারকরা বাছাই করেন শ্রেষ্ঠ ১২টি ছবি।

এই ১২টি ছবি স্থান পাবে ইউল্যাবের ২০১৯-এর বার্ষিক ক্যালেন্ডারে। ২২১টি ছবি থেকে এ বছর ৩৩টি ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান; ইউল্যাব রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ; ইউল্যাব মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম এর অধ্যাপক সুমন রহমান ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক জহিরুল হক বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close