reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে কাজী আজহার আলী স্মৃতি ক্রিকেট

বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য স্মরণে অনুষ্ঠিত “কাজী আজহার আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট” এ অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। ৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ইউনিভার্সিটি সংলগ্ন উদয়াচল ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ব্যবসায় প্রশাসন বিভাগকে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংরেজি বিভাগ নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন তামিম। ব্যবসায় প্রশাসন বিভাগের আবিদ ১০ রানে ২ উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ব্যবসায় প্রশাসন বিভাগ ৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শাদ সর্বোচ্চ ১০ রান সংগ্রহ করেন। ইংরেজি বিভাগের উদয় ৫ রানে ২ উইকেট লাভ করেন। ফাইনাল খেলায় ৪৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইংরেজি বিভাগের তামিম। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের নূর।

খেলা শেষে বাংলাদেশ ইউনিভার্সিটির সেক্রেটারী ইঞ্জি: এম. এ. গোলাম দস্তগীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ মুহাম্মদ আলাউদ্দিন, সিএসই বিভাগের প্রধান জনাব সাদিক ইকবাল, ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিন, আয়োজক কমিটির সদস্য নাইমুল ইসলাম রাসেল, মীর আমজাদ হোসেন আকাশ, আহসানুল হক কমল, শিপার আহমেদ, সায়মন আহমেদ প্রমুখসহ বিপুল সংখ্যক শিক্ষক, অফিসার, শিক্ষার্থী খেলা উপভোগ করেন। প্রসঙ্গত: গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টে বিইউ’র বিভিন্ন বিভাগের মোট ১২টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি (বিইউএসসি)। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close