reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০১৮

আইআইবি খুলনা কেন্দ্রের আয়োজনে ইঞ্জিনিয়ার্স ডে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইআইবি)-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে-২০১৮)-এর ২য় পর্বের অনুষ্ঠান হিসেবে ৩০ নভেম্বর শুক্রবার নগরীর খালিশপুরস্থ আইআইবি খুলনা কেন্দ্রে কারিগরি সেমিনার, আলোচনাসভা, কৃতি সন্তানদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক। আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, সহকারী সম্মানী সাধারণ সম্পাদক (একাডেমিক এন্ড আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খায়রুল বাশার, সহকারী সম্মানী সাধারণ সম্পাদক (এস এন্ড ডব্লিউ) প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ। বিকালে “আউটকাম বেজড এডুকেশন সিস্টেম ইন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. কে এম আজহারুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close