reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০১৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইকিউএসির কর্মশালা

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘পেডাগজি অ্যান্ড মেটা-কগনিটিভ টুলস অ্যান্ড টেকনিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাহার আলী।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ড. ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর। কর্মশালায় সমন্বয়ক ছিলেন আইকিউএসির সহকারী পরিচালক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই এবং আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্টদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close